ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শহীদ দিবস পালন

প্রকাশিত: ১২:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শহীদ দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক ও ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিন ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এসবিএসি ব্যাংক, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএইচবিএফসি, বিডিইউ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির। ন্যাশনাল ব্যাংক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকা মহানগরীর শাখাগুলোর পক্ষ থেকে প্রভাতফেরিতে অংশগ্রহণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুলসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঢাকা শহরের শাখা প্রধানরা। ইসলামী ব্যাংক ॥ একুশের প্রথম প্রহরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মোঃ ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও তাহের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে বৃহস্পতিবার প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। বিএইচবিএফসি ॥ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ২১ ফেব্রুয়ারি বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীর সদর দফতরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএইচবিএফসির মহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক ॥ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদ এবং ভাষাসৈনিকের প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া ব্যাংকের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিডিইউ ॥ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ॥ একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ॥ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। দিনের কার্যসূচী উদ্বোধন করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বুটেক্স ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেন। এসবিএসি ॥ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা। এ সময়ে বাংলাকের হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব ক্রেটি মোঃ আব্দুল মান্নান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক ॥ জনতা ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, মোঃ ফজলুল হক এবং মোঃ জিকরুল হকসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্য নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক ॥ অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ ব্যাংকের অফিসার সমিতি, এক্সিকিউটিভ ফোরম, সিবিএর নেতারা এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
×