ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৯১০ পিতলের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ১২:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০১৯

চুয়াডাঙ্গায় ৯১০ পিতলের মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২১ ফেব্রুয়ারি ॥ অবৈধপথে ভারত থেকে আসা ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিজিবি ৯১০টি পিতলের মূর্তি পরিত্যক্ত অবস্থায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা অবৈধ পিতলের মূর্তিগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান। কক্সবাজারে নিখোঁজ কিশোরী ভোলায় উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ ফেব্রুয়ারি ॥ তজুমদ্দিন উপজেলা থেকে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে ওই কিশোরীকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় । জানা গেছে, ১ মাস পূর্বে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারভাং এলাকার শামীম হোসেনের কিশোরী মেয়ে সানজিদা জান্নাত নিখোঁজ হয়। মোবাইল ফোনের সূত্র ধরে ওই মেয়ে তজুমদ্দিন আছে বলে নিশ্চিত হয় পরিবার। পরে তজুমদ্দিন থানা পুলিশেকে ঘটনা জানান। পুলিশ জানায়, তজুমদ্দিনের বাদলীপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ৩ সন্তানের জনক আনছার ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। এদিকে পুলিশের উদ্ধার তৎপরতা টের পেয়ে আনছার কিশোরীকে রেখে পালিয়ে যায়।
×