ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল আফগানিস্তান

প্রকাশিত: ২৩:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল আফগানিস্তান

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে আফগানিস্তান সরকার। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদে এই তলব। বুধবারের ওই বিবৃতিতে পাক রাষ্ট্রদূত বলেছিলেন, ভারত যদি সহিংসতা সৃষ্টি করে তাহলে আফগান শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। তার এই মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, পাকিস্তান রাষ্ট্রদূতের এ বক্তব্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
×