ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় ভারত রয়েছে ॥ সৌরভ

প্রকাশিত: ২৩:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় ভারত রয়েছে ॥ সৌরভ

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপে ভারতই ফেভারিট। এমনই মনে করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের বিশ্বযুদ্ধে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় বিরাট কোহালির দল রয়েছে বলে জানিয়েছেন তিনি। নয়ডায় এক অনুষ্ঠানে এসে সৌরভ সাফ বলেন, “ভারতই ফেভারিট। গত ছয়-সাত মাস ধরে দারুণ ক্রিকেট খেলছে ওরা। বিশ্বকাপের জন্য খুব ভাল ভাবে প্রস্তুত দেখাচ্ছে ভারতকে। এটাই সম্ভাব্য সেরা দল। প্রত্যেকই পারফরম্যান্স করছে। আর সেই কারণেই ওরা স্কোয়াডে আছে।” ক্রিকেটমহল যদিও ভারতের সঙ্গে ইংল্যান্ডকেও অন্যতম ফেভারিট মনে করছে। দক্ষিণ আফ্রিকাও চিহ্নিত হচ্ছে শক্তিশালী দল হিসেবে। ইংল্যান্ডে ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে ভারত অভিযান শুরু করছে ৫ জুন সাদাম্পটনে। প্রথম ম্যাচে বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। মোট দশ দলের বিশ্বকাপে প্রত্যেক দল অন্যের বিরুদ্ধে খেলবে প্রথমে। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ভারত তিন ম্যাচের একদিনের সিরিজ জিতেছে। নিউজিল্যান্ডে গিয়েও জিতে এসেছে ওয়ানডে সিরিজ। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একদিনের ক্রমপর্যায়ে দুইয়ে রয়েছে ভারত। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×