ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার প্রতিবন্ধী নারীর ধর্ষককে গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশিত: ০৪:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

নেত্রকোনার প্রতিবন্ধী নারীর ধর্ষককে গাজীপুর থেকে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল গণি মন্টুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। আজ শুক্রবার ভোরে গাজীপুরের শ্রীপুরের বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে শুক্রবার বেলা ১১টার দিকে নেত্রকোনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়। গ্রেফতারকৃত মন্টু গুজিরকোনা গ্রামের মৃত আমরোজ আলীর ছেলে। র‍্যাব সূত্র জানায়, গুজিরকোনা গ্রামের আব্দুল গনি মন্টু (৩৮) গত বছরের আগস্ট মাসে একই গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ সময় তাকে সহযোগিতা করে একই গ্রামের শাহ আলম ও কামাল মিয়া নামে আরো দুই যুবক। এ ঘটনার পর ওই প্রতিবন্ধী নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। পরে প্রতিবন্ধী নারীর অভিভাবকরা মন্টুকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু আব্দুল মন্টুর ঘরে আরও দুই স্ত্রী ও চার সন্তান থাকায় সে ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। শেষে প্রতিবন্ধী নারী নিজে বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা গা ঢাকা দেয়। বিষয়টি র্যাবের নজরে আসলে প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর পাঁচটার দিকে প্রধান আসামী মন্টুকে শ্রীপুরের বাঘের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
×