ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

প্রকাশিত: ০৫:২১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকাল দশটায় বর্নাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণ এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধণ করেন উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী শিক্ষাবিদ প্রফেসর ড. এসএম ইমামুল হক। এসময় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য রাম চন্দ্র দাস, ডিজিএফআই বরিশাল অফিসের কর্নেল জিএম শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০১১ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে এ দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
×