ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি কামরুজ্জামানের বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে কাউন্সিলরসহ ৯ জনের নাম উল্লেখ করে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৬, তারিখ: ২১-০২-১৯। মামলার এজাহার অনুযায়ী, মারধরে আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬১)। তিনি কাপড় ব্যবসায়ী। গত বুধবার রাতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়, নজরুল ইসলাম বুধবার রাতে পল্টন থেকে সিদ্ধেশ্বরী আসছিলেন। রাত সাড়ে নয়টার দিকে কালীমন্দিরের সামনে ওঁত পেতে থাকা মুন্সি কামরুজ্জামান ও তার সহযোগীরা নজরুল ইসলামকে রড ও লাঠি দিয়ে মারধর করেন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার মাথায় ১২টি ও নাকে ৯টি সেলাই দিতে হয়েছে। উল্লেখ্য, এর আগেও মুন্সি কামরুজ্জামানের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে এ ধরনের নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন মুন্সি কামরুজ্জামান। তিনি জনকন্ঠকে বলেন, এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, এ ঘটনার সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না। তিনি দাবি করেন, গত সোমবার তাঁর একজন অনুসারীকে নজরুল ও তাঁর লোকজন মারধর করেন। এর জের ধরে বুধবার রাতে মন্দিরের সামনে নজরুল ও তার লোকজনের সঙ্গে তার (কামরুজ্জামান) সমর্থকদের মারামারি হয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে নজরুল আহত হতে পারেন। রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
×