ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলতি বছরেই নওগাঁ সদর মডেল থানাকে মাদকমুক্ত ঘোষণা

প্রকাশিত: ০৭:২৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯

চলতি বছরেই নওগাঁ সদর মডেল থানাকে মাদকমুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ চলতি ২০১৯ সালের মধ্যেই নওগাঁ সদর মডেল থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষণার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার সদর মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তা সম্মিলিতভাবে থানার সামনে এলাকাকে মাদকমুক্ত করার শপথ গ্রহন করেন। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএমের নির্দেশে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই নিউটন এই উদ্যোগ গ্রহন করেন। এব্যাপারে সকলের সার্বিক সহযোগীতা চেয়ে থানার ওসি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকমুক্ত সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে। তাই সদর মডেল থানার পুলিশ চলতি বছরেই এলাকাকে মাদকমুক্ত করতে মাঠে নেমেছে। যে কোন মূল্যে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এলাকাকে মাদকমুক্ত ঘোষনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এব্যাপারে সাংবাদিকসহ সকল সচেতন মানুষের সহযোগীতা কামনা করেছেন। মাদক সংক্রান্ত যে কোন তথ্য তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছেন।
×