ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামাত-শিবিরের ১০ নেতাকর্মী আটক, দু’টি লঞ্চ জব্দ

প্রকাশিত: ০৮:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯

জামাত-শিবিরের ১০ নেতাকর্মী আটক, দু’টি লঞ্চ জব্দ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে দু’টি লঞ্চ ভাড়া করে নাশকতা পরিকল্পনা ও গোপন বৈঠকের উদ্দেশ্যে মিলিত হলে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে নগরীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে দু’টি লঞ্চসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও গেঞ্জি সহ জামায়াত শিবিরের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে আজ শুক্রবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়। আটককৃতরা হলেন- কাউসার আহমেদ (৪০), মিশনুর রহমান ওরফে মিশন (২১), সায়দুর রহমান ওরফে সাঈদ (১৯), লোকমান হোসেন (৩২), সৈয়দ মোঃ ইমদা উল্লাহ আব্বাসী (৫২), মোক্তার হোসেন (৫০), জসীম উদ্দিন (২৮), রবিন (২০), রফিক মিস্ত্রি (২৪) ও লুৎফর রহমান (৬০)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ এনামুল হক জানান, আজ শুক্রবার দুপুরে নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে জামায়াত-শিবিরের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী লঞ্চে বসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাত-শিবিরের বেশ কিছু কর্মী পালিয়ে যায়। এ সময় লঞ্চে অবস্থানরত ১০ জনকে আটক করা হয়। পরে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে জামায়াত-শিবিরের সাংগঠনিক কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার হয়। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দু’টি লঞ্চ ভাড়া করে মুন্সীগঞ্জ কিংবা কোন এক নীরব জায়গায় নাশকতার পরিকল্পনাসহ অন্যান্য তাদের আভ্যন্তরীণ গোপন মিটিং করবে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় দু’টি লঞ্চও আটক করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের অভিযানের সময় পালিয়ে যাওয়া জামাত-শিবির কর্মীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
×