ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামায়াত নিষিদ্ধ কেন জরুরী?

প্রকাশিত: ০৯:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 জামায়াত নিষিদ্ধ  কেন জরুরী?

যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক প্রবাসে বসে জামায়াত থেকে পদত্যাগ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। আমাদের বহু বুদ্ধিজীবীও ঝাঁপিয়ে পড়েছেন এই আলোচনায়। কেউ কেউ বলছেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের নিষিদ্ধ হওয়ার আগে এটা কৌশল হতে পারে। নতুনভাবে জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয়ার দেশী-বিদেশী এক মহাপরিকল্পনা। তাকে সাধুবাদ জানাতেও ভুল করেননি কেউ কেউ। তবে অনেকে ভুলে গিয়েছেন এই রাজ্জাক যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিগত সময়ে কি ধরনের ভূমিকা রেখেছিল? বিগত সময়ে যুদ্ধাপরাধীদের রায়ের পর পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে বুঝতে অসুবিধা হয় না জামায়াতের কলকাঠি এখনও পাকিস্তানে। রাজ্জাকের এই পদত্যাগ এর মাধ্যমে নতুন মোড়কে পুরনো জামায়াতকে বাঁচানোর যে পাকিস্তানের প্রেসক্রিপশন সেটাও দিনে দিনে স্পষ্ট হবে বলে মনে করি। আমরা জানি, সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এছাড়া একাত্তরে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে দেশের কোন সংস্থার শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলে মত জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধকালে জামায়াতের আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে এই মত দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচারপতি। গোলাম আযমের আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও এএইচএম কামরুজ্জামানের মামলার রায়েও একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। সাধারণ জ্ঞান ও দালিলিক প্রমাণাদি থেকে এটা স্পষ্ট যে, জামায়াত ও এর অধীনস্থ সংগঠনের প্রায় সবাই সক্রিয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করেছে। ট্রাইব্যুনাল বলেছে, ‘গোলাম আযমের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি ক্রিমিনাল দল হিসেবে উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে।’ ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার সময় গোলাম আযমের ‘গুরু’ আবুল আলা মওদুদী তার বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় সেই ধরনের ভূমিকাই ছিল গোলাম আযমের। জামায়াত দুই সময়েই সাধারণ মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছিল মন্তব্য করে ট্রাইব্যুনাল দলটির দূরদৃষ্টির অভাবের পেছনে উগ্র মৌলবাদী চেতনাকেই চিহ্নিত করেছে। ট্রাইব্যুনাল বলেছে, ‘স্বাধীনতার ৪২ বছর পরও স্বাধীনতাবিরোধী কিছু মানুষ জামায়াতের হাল ধরে আছেন। যার ফলে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট নতুন প্রজন্ম স্বাধীনতাবিরোধী চেতনা ও সাম্প্রদায়িক অনুভূতির মানসিকতায় বেড়ে উঠছে, যা দেশের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।’ ট্রাইব্যুনাল আরও বলেছে, ‘একাত্তরের স্বাধীনতাবিরোধীরা শহীদদের প্রতি সম্মান দেখিয়ে কিংবা অনুশোচনা প্রকাশ করে মুক্তিযুদ্ধের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছেন বলে কোন প্রমাণ জাতির সামনে নেই।’ রায়ে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের নির্বাহী বিভাগ, সরকারী-বেসরকারী সংগঠনসহ সামাজিক ও রাজনৈতিক দলের কর্ণধার হিসেবে এ ধরনের স্বাধীনতাবিরোধীরা থাকা উচিত নয়।’ এই ধরনের গুরুত্বপূর্ণ পদে স্বাধীনতাবিরোধীরা যাতে না আসতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে রায়ে বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ১১ দফাসহ বিভিন্ন দাবির বিরোধিতা করে জামায়াত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করতে রাজাকার, আলবদর, আলশাম্স নামে বিভিন্ন দল গঠন করে জামায়াত ও এর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ। তারা সারাদেশে ব্যাপক হত্যা, ধর্ষণ, লুটপাটের মতো যুদ্ধাপরাধ ঘটায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ঘোষিত ছয়টি রায়েই বিষয়গুলো উঠে এসেছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, হত্যাকাণ্ডে সায় ও সহযোগিতা দেয়ার দায়ে জামায়াতে ইসলামীর তখনকার আমির গোলাম আযমকে টানা ৯০ বছর অথবা আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অতএব, আমারা বলতে চাই, জামায়াতে ইসলামী আগাগোড়াই একটি অবৈধ সংগঠন- সেই একাত্তর সাল থেকেই। একে যে বৈধতা দেয়া হয়েছে সেটা প্রথমবারও ছিল অবৈধ, দ্বিতীয়বারও তাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পর থেকে দেশজুড়ে অনেকদিন জামায়াতের সহিংসতা চলেছে। তারা আমাদের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ওপর নানা ধরনের নাশকতা চালিয়েছে। আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে ও জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চালিয়েছে। পুলিশ সদস্যদের পর্যন্ত হত্যা করেছে। তাই স্বাধীন বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামীর মতো যুদ্ধাপরাধ সংঘটনকারী একটি দল এভাবে রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার রাখে না। বিশ্ব ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাব, যেসব সংগঠন গণহত্যা পরিচালনা করেছিল সেগুলো যুদ্ধাপরাধী হিসেবে গণ্য হয়েছে। আর প্রমাণিত যুদ্ধাপরাধী কোন সংগঠন এমনিতেই অবৈধ হয়ে যায়। যুদ্ধাপরাধের দায়ে জার্মানিতে নাজি পার্টিকে এবং বর্ণবাদী কাজকর্মের জন্য যুক্তরাষ্ট্রে ক্লু-ক্লাক্স-ক্লান নামের একটি পার্টিকে অনন্তকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও সন্ত্রাসী কাজকর্ম পরিচালনার জন্য চিরতরে নিষিদ্ধ হয়েছে হিযবুত তাহ্রীর ও হরকত-উল-জিহাদের মতো সংগঠন। জামায়াতে ইসলামী কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। যদি আল কায়েদা বা তালেবানের মতো সন্ত্রাসী সংগঠনকে বিশ্বজুড়ে নিষিদ্ধ করা হয়, তবে জামায়াত কেন নয়? আমরা মনে করি, ২০১৩ সালে এই ফেব্রুয়ারিতে বাঙালীর যে গণজাগরণ হয়েছিল কসাই কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে, সেই গণজাগরণের ৬ দফার একটি ছিল যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। যেটি স্বাধীনতা পক্ষের সকল মানুষের গণদাবিতে পরিণত হয়েছিল। অনেক ঘটনার মধ্য দিয়ে ঘাত-প্রতিঘাত পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা আরও বেশি শক্তিশালী স্বনির্ভর। সময় এসেছে স্বাধীনতা বিরোধীদের সমূলে উৎপাটন করার। ত্রিশলাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে কোন স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতি করার অধিকার পেতে পারে না। কোন যুদ্ধাপরাধী সংগঠন এর নেতাকর্মী বাংলাদেশের কেউ রাজনীতি করুক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম চায় না। লেখক : সংগঠক, গণজাগরণ মঞ্চ এবং সাধারণ সম্পাদক, গৌরব ’৭১
×