ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিডনিতে ভাষা শহীদদের স্মরণ করলেন প্রবাসীরা

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 সিডনিতে ভাষা  শহীদদের স্মরণ  করলেন প্রবাসীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভাষা শহীদদের স্মরণে ফুল দেয়ার মধ্য দিয়ে একুশের প্রথম প্রহরে স্মরণ করেছে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে সিডনির এ্যাসফিল্ড পার্কের কমিউনিটি গার্ডেনের স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা বায়ান্নের ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে। খবর বিডিনিউজের। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা সারিবদ্ধভাবে কালো ব্যাজ ধারণ করে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণ করে খালি পায়ে ফুলের শ্রদ্ধা জানায়। এই সময় সমস্বরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’- গানটি গেয়ে আবেগ বিহ্বল হয়ে পড়েন তারা। বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি ও অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া, বিএনপি অস্ট্রেলিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীরাসহ প্রবাসী বাংলাদেশীরা এক মিনিট নীরব থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে কমিউনিটি লিডাররা ভাষার তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনাও করেন। ভৌগোলিক অবস্থানের কারণে সময়ে এগিয়ে থাকায় বিশ্বে প্রথমে নিউজিল্যান্ডে এবং তারপরই অস্ট্রেলিয়ায় বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণ করে একুশ পালন হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতেও পুষ্পস্তবক অর্পণ করে। এদিকে একুশের প্রথম প্রহরে স্থানীয় বাংলাদেশী ও ব্যবসায়ীদের সংগঠন বাংলা টাউন অস্ট্রেলিয়ায় অস্থায়ী শহীদ মিনারে সারা দিনব্যাপী বায়ান্নের ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে।
×