ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তিন জাল টাকার কারখানায় অভিযান, গ্রেফতার ৬

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 রাজধানীতে তিন জাল  টাকার কারখানায়  অভিযান, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় তিনটি জাল টাকার কারখানায় গত দুই বছরে অন্তত ৭ কোটি টাকা তৈরি হয়েছে। এ টাকার বেশির ভাগই এখন বাজারে। অনেকের হাতেই গছানো হয়েছে এসব জাল টাকা। বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে জাল টাকা তৈরির ওই চক্রের ৬ জনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। তাদের কাছ থেকে ৩ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, এ ধরনের আরও বেশ কয়েকটি জাল মুদ্রা তৈরির আস্তানা নজরদারিতে রয়েছে। আটকদের মধ্যে মোঃ জুয়েল ওরফে সজীব (২০) দীর্ঘদিন ধরেই র‌্যাবের নজরদারিতে ছিল। তার অপর সহযোগী জুয়েল হোসেন (২৬), মোছাঃ ফাতেমা বেগম (৩৩), আবু বক্কর মোল্লা (৪০), সাইদুল ইসলাম ওরফে মিরন মোল্লা (৩২) ও রানু বেগম (৪০) ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেছে কিভাবে তারা সুকৌশলে জাল টাকা তৈরি ও বাজারজাত করত। এ সম্পর্কে র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান খান বলেন, যাত্রাবাড়ী, বংশাল ও কেরানীগঞ্জ এলাকায় ওই চক্রটি জাল নোট তৈরি করে আসছিল। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এমন তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক দল অভিযান পরিচালনা করে। তারা পুরানো ঢাকার বিভিন্ন এলাকা যেমন- কেরানীগঞ্জের বন্দর নজরগঞ্জের হাজী মোঃ আতিকুল্লাহ বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে, যাত্রাবাড়ীর শনির আখড়া ওভারব্রিজের উত্তর-পশ্চিম পাশের ফুটপাতের ওপর এবং বংশালের ১৬নং রজনী বোস লেন ভাঙারি পট্টিতে একই কায়দায় জাল টাকা তৈরি করত। এসব আস্তানায় অভিযান চালানোর আগে আশপাশের এলাকায় বিশেষ সোর্স মোতায়েন করা হয়।
×