ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠিকাদারকে কারাদন্ড

সেতু নির্মাণে পুরাতন রড ব্যবহার

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 সেতু নির্মাণে পুরাতন রড ব্যবহার

স্টাফ রিপোর্টার ॥ ব্যবহার অনুপযোগী পুরাতন রড ব্যবহার করে সেতু নির্মাণ করায় দুর্নীতি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) ও এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদক টিমের অভিযানে তা প্রমাণিত হওয়ায় দুদকের অনুরোধে নির্বাহী ম্যাজিস্টেট এ দন্ড প্রদান করেনে। দুদকের নির্দেশে বর্তমানে উক্ত সেতু নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া এনফোর্সমেন্ট টিম কটালপুর বাজার সংলগ্ন সরকারের সামাজিক বনায়নের বহুমূল্যবান গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার তথ্য প্রমাণ পেয়েছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। মোহাম্মাদ মুনীর চৌধুরী জনকণ্ঠকে বলেন, বাংলাদেশের যে কোন প্রাপ্ত হতে দুর্নীতি ও সরকারী স্বার্থের ক্ষতিসাধনের তথ্য পাওয়া মাত্র দুদক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। এসব ঘটনার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে এবং দুর্নীতি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র জানায়, সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্রিজের সংস্কার কাজ চলছে এমন অভিযোগ দুদকে আসলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফা বোরহান উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন এর সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে। পরে টিম ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেট-মৌলভীবাজার সড়কের ফরিদপুর এলাকার ৪০ ফুট বাই ১৭ ফুট একটি ব্রিজের সংস্কারে পুরাতন ব্রিজের রড ব্যবহার করা হচ্ছে। পরে দুদকের অনুরোধে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ঠিকাদারকে ১ বছরের কারাদন্ড দেয়।
×