ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে বহুজাতিক মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 তুরস্কে বহুজাতিক মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার তুরস্কে ১৫ দেশের অংশগ্রহণে চলমান বহুজাতিক শীতকালীন মহড়া (কেআইএস) পরিদর্শন করেন। এ সময় অংশগ্রহণকারী কয়েকটি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক মহড়া পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখিত বহুজাতিক শীতকালীন মহড়া তুরস্কে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় সেনাবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এই মহড়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও বেগবান হবে এবং পাশাপাশি বহুজাতিক পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।- আইএসপিআর
×