ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দুদকে

প্রকাশিত: ১০:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দুদকে

স্টাফ রিপোর্টার ॥ দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে। একজন সাতক্ষীরা জেলার কলারোয়ার উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অপরজন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান শাহিনুল আলম সানা। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দুই চেয়ারম্যানই। সাতক্ষীরার কলারোয়ার চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের প্রতি অনাস্থা দিয়ে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ একটি অভিযোগ দিয়েছে ধানমন্ডির দলীয় কার্যালয়ে। সেই অভিযোগে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ আসন্ন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে তাকে যেন মনোনয়ন না দেয়া হয়। কারণ স্বপন মাদক ব্যবসায় পরোক্ষভাবে জড়িত। এছাড়া তিনি ২০১৩-১৪ সালে নাশকতা সৃষ্টিকারী জামায়াত-বিএনপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। যদিও স্বপন জনকণ্ঠকে বলেছেন, তিনি যাতে দলীয় নমিনেশন না পান, এজন্যই এমন অভিযোগ করা হচ্ছে। এসবই ভিত্তিহীন। আর বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম সানার বিরুদ্ধে দুদকে করা অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দেয়া হলফনামা অনুযায়ী তিনি নগদ ৫০ হাজার টাকা ও বসতবাড়ী, কৃষি অকৃষি জমি এবং চিংড়ি মাছের ঘেরসহ ২৫/৩০ বিঘা জমি ও ২টি বাসের মালিক। নির্বাচিত হওয়ার পর তিনি মোল্লারহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোল প্লাজা বছরে ৯ কোটি টাকায় ইজারা নিয়েছেন। উপজেলার গাংনী সরকারপাড়ায় ইমা ব্রিক ফিল্ড নামে বিশাল ইটভাঁটি করেছেন। ফাল্গুনি পরিবহন বাসের ব্যানারে তার নিজের মেয়ের নামে ইমা পরিবহনের ১৩টি বাস ঢাকা-খুলনা রুটে চলাচল করে। এ ব্যাপারে শাহিনুল আলম সানা জনকণ্ঠকে বলেন, তার ব্যবসা বাণিজ্য ব্যাংক ঋণ নিয়ে করা। এক কোটি টাকা ঋণ নিয়ে ইটভাঁটি করেছি। আবুল খায়ের সেতুর ইজারা নিয়েছি ব্যাংক ঋণ করে। মেয়ের নামে ১৩টি নয়, ছয়টি বাস আছে। বাস ব্যবসা তার ২৫ বছরের পুরনো। উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব অভিযোগ করছে।
×