ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৫

প্রকাশিত: ১০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ র‌্যাব-পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে কক্সবাজার ও কুমিল্লায় রোহিঙ্গা ডাকাতসহ তিন ডাকাত এবং খুলনা ও ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, কক্সবাজারে নবগঠিত এডহকভিত্তিতে পরিচালিত র‌্যাবের নতুন ব্যাটালিয়ন র‌্যাব-১৫’র একটি দলের সঙ্গে টেকনাফের দমদমিয়া এলাকায় ডাকাত দলের গুলিবিনিময় হয়েছে। এতে শীর্ষ রোহিঙ্গা ডাকাত এবং নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যাকাণ্ডের হোতা নুরুল আলম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ (টেকনাফ)’র একটি সূত্র মুঠোফোনে জনকণ্ঠকে জানান, শুক্রবার ভোরে তাদের আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছোড়ে। ১৫ মিনিট গুলিবিনিময়কালে ডাকাত নুরুল আলম নিহত হয়। এতে র‌্যাবের দুজন সদস্য সামান্য আহত হয়েছে বলে দাবি র‌্যাব কর্মকর্তার। আহত দুজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে লক্ষ্মীপুরের এক মাদক কারবারি টেকনাফ সীমান্তে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টায় সাবরাং কাঁটাবনিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার একদল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ৪ হাজার পিস ইয়াবাসহ লক্ষ্মীপুর জেলা সদর থানার শাকচর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ বেলালের গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। কুমিল্লা ॥ তিতাসে ডিবি ও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার তিতাস উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, ৫ রাউন্ড কার্তুজসহ একটি এলজি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত আল-আমিন ওই উপজেলার জিয়ারকান্দি গ্রামের মাঈনুদ্দিনের ছেলে। এ ঘটনায় ডিবির ৬ সদস্য আহত হয়েছে। দাউদকান্দি থেকে নিজস্ব সংবাদদাতা পুলিশের বরাতে জানান, দাউদকান্দির গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেডের পাঁচজন সেলসম্যান সিএনজি অটোরিক্সাযোগে বৃহস্পতিবার সকালে টাকা নিয়ে হোমনা যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার দড়িকান্দি সেতু অতিক্রম করার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী অটোরিক্সার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে বিকাশ ডিলারের ৫৮ লাখ টাকা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই চক্রের আল-আমিন ও অমর নামের ২ ডাকাত সদস্যকে ১৫ লাখ টাকাসহ আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত আল-আমিন ও অমর নমকে সঙ্গে নিয়ে জেলা ডিবি পুলিশ ও তিতাস থানা পুলিশ অবশিষ্ট টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। রাত পৌনে ৪টার দিকে কুমিল্লা ডিবির একটি টিম এবং থানা পুলিশের পৃথক আরও একটি টিম তিতাসের দড়িকান্দি নামক এলাকায় পৌঁছলে একদল ডাকাত গাড়িতে হামলা চালিয়ে আটককৃত ডাকাত আল-আমিন ও অমর নমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিনিময়ের সময় ডাকাতদের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আল-আমিন বুকে লাগে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা ॥ খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা ওরফে মাসুদ (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর খুলনা থানাধীন নিরালা কবরস্থান সংলগ্ন দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগান, একটি চাপাতি, একটি ছোরা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহ ॥ নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিও কলেজের মাঠে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৫০)। এ সময় আহত হয়েছে গোয়েন্দা পুলিশের দুই সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১০০ গ্রাম হেরোইন ও একটি পাইপগান উদ্ধার করেছে। গোয়েন্দা পুলিশ জানায়, মাদক বেচাবিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে হোমিও কলেজ মাঠে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এ সময় আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
×