ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেধাবী ছাত্র রবিউলের জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়ান

প্রকাশিত: ১০:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 মেধাবী ছাত্র রবিউলের জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালী সরকারী কলেজের মেধাবী ছাত্র রবিউল হাসান(২৩) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দূরারোগ্য ব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত। দু’বছর ধরে তিনি এই রোগে ভুগছেন। তিনি দীর্ঘদিন রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটন রোডের তাকওয়া স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তাকে ভারতের চেন্নাইয়ে ভেলোরে সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। তার পিতা আবদুস ছাত্তার অনেক আগেই মারা গেছেন। এমতাবস্থায়, রবিউল হাসানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন। চিকিৎসায় সহযোগিতা পাঠাতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১২৫২৫০৮৯। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ, ফরেন এক্সচেঞ্জ শাখা, দিলকুশা, ঢাকা, হিসাব নং ২০৫০১০৯০২০২৪৭৬৪০২। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×