ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোটা আন্দোলন ॥ গণভবন এলাকায় সড়ক অবরোধ

প্রকাশিত: ১৩:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

কোটা আন্দোলন ॥ গণভবন এলাকায়  সড়ক অবরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকারী চাকরিতে কোটা বহালের দাবিতে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে শুক্রবার রাতে গণভবন মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে এ অবরোধ শুরু করে। এর ফলে আসাদগেট মোড় থেকে গণভবন মোড়ের দিকে সকল যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর আগে কোটা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের পর সরকার চাকরির ক্ষেত্রে কোটার নিয়ম বাতিল করে। শুক্রবার বিকেলে ছয় দফা দাবি নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবির মধ্যে ছিল- জাতির পিতা ও তাঁর পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের বিচার নিশ্চিত করা, সরকারী সব চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পথগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করা।
×