ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে মন্দিরের চুলা থেকে আগুন, হুড়োহুড়িতে আহত ১০

প্রকাশিত: ১৩:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে  মন্দিরের চুলা  থেকে আগুন,  হুড়োহুড়িতে  আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) চলাকালে রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে মন্দিরের নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরীর খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার রাত ১০টায় ইসদাইর এলাকায় রাধাকৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মন্দির কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। মন্দির পরিচালনা কমিটি জানিয়েছে, শুক্রবার রাতে মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে (কীর্তন) কয়েকজন নারী পুরুষ জমায়েত হয়। ওই পুণ্যার্থীদের জন্য মন্দিরের রান্নাঘরে প্রসাদ রান্না হচ্ছিল। রাত দশটার দিকে রান্নার একপর্যায়ে চুলা থেকে আগুনের ফুলকি ছড়িয়ে আশপাশে থাকা বাঁশের ওপর পড়ে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১০ জন আহত হন। আহতদের মধ্যে বিউটি রাণী (৪২), শেফালী দাস (৩৫), নমিতা দাস (৪৫), খুশবু দাস (৫০) ও ববিতা দাসকে (২৫) শহরের খানপুরে ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
×