ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একদিনের ম্যাচে ভারতের সর্বকালের সেরা দল

প্রকাশিত: ০০:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 একদিনের ম্যাচে ভারতের সর্বকালের সেরা দল

অনলাইন ডেস্ক ॥ কাউন্টডাউন চলছে বিশ্বকাপের। বাকি নেই বেশিদিন। বিরাট কোহলির দলের দিকে এ বার অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই সুযোগে একবার দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারতের সর্বকালের সেরা দলে কারা থাকবেন। শুরুতে অবশ্যই সচিন তেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছেন তিনি। গড় ৫৬.৯৫। দেশের হয়ে ছয় বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। এই কৃতিত্ব আর রয়েছে শুধু জাভেদ মিয়াঁদাদের। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে প্রতিযোগিতার সেরা হয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ব্যাটসম্যান হিসেবেও সফল হয়েছিলেন তিনি। বিশ্বকাপে মোট ২১ ম্যাচে ৫৫.৮৮ গড়ে তিনি করেছেন ১০০৬ রান। তাঁর ১৮৩ রান বিশ্বকাপে এখনও কোনও ভারতীয়ের সর্বাধিক স্কোর। বিরাট কোহলি এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। ২০১৫ বিশ্বকাপেও শুরু করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি দিয়ে। বিশ্বকাপে মোট ১৭ ম্যাচে ৪১.৯২ গড়ে করেছেন মোট ৫৮৭ রান। এ বার ইংল্যান্ডে তিনিই ভারতের অধিনায়ক। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে খেলেছেন রাহুল দ্রাবিড়। তার মধ্যে শেষবার তিনি ছিলেন অধিনায়ক। ১৯৯৯ বিশ্বকাপে ৪৬১ রান করেছিলেন তিনি, যা সবার চেয়ে বেশি। বিশ্বকাপে মোট ২২ ম্যাচে ৬১.৬১ গড়ে তিনি করেছেন ৮৬০ রান। পাঁচে নামবেন অবশ্যই যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার তিনি। বিশ্বকাপে মোট ২৩ ম্যাচে ৫২.৭১ গড়ে করেছেন ৭৩৮ রান। একইসঙ্গে বাঁ-হাতি স্পিনে ২৩.১০ গড়ে নিয়েছেন ২০ উইকেট। বাঁ-হাতিকে ওভারের ফরম্যাটে ভারতের সর্বকালের অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে পাঁচ নম্বরে নেমে অপরাজিত ৯১ রানের ম্যাচ-জেতানো ইনিংস খেলেছিলেন এমএসডি। শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, উইকেটকিপার এবং অধিনায়ক হিসেবেও বিশ্বকাপে নজর কেড়েছেন তিনি। তিনিই দলের নেতা। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক হলেন কপিল দেব। সে বার বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭ রানে পাঁচ উইকেট পড়ার পর ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বিশ্বকাপে মোট ৬৬৯ রান রয়েছে তাঁর। ২৬ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেটও। একদিনের ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে অনিল কুম্বলের। বিশ্বকাপেও ভারতীয় স্পিন আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৮ ম্যাচে ২২.৮৩ গড়ে নিয়েছেন ৩১ উইকেট। বিশ্বকাপে জাহির খানের সঙ্গে যুগ্ম ভাবে দেশের সর্বাধিক উইকেট শিকারী হলেন জাভাগল শ্রীনাথ। ১৯৯২ বিশ্বকাপে শুরু করে ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৪ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট। গড় ২৭.৮১। বিশ্বকাপে ভারতের সফলতম বোলার হলেন জাহির খান। বাঁ-হাতি পেসার মোট ২৩ ম্যাচে ২০.২২ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। ২০১১ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। ২১ উইকেট নিয়েছিলেন তিনি। আশিস নেহরাকে যতই চোট-আঘাত সমস্যায় ভুগতে হোক কেরিয়ার জুড়ে, বিশ্বকাপে তিনি নির্ভরতার প্রতীক হয়েই থেকেছেন। ১২ ম্যাচে ২২.৭২ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ২৩ রানে ৬ উইকেটের বোলিং হয়ে রয়েছে স্মরণীয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×