ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে মাটিতে পড়ে আছে বিদ্যুতের টাওয়ার

প্রকাশিত: ০২:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

আমতলীতে মাটিতে পড়ে আছে বিদ্যুতের টাওয়ার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশে পল্লী বিদ্যুতের স্টিলের একটি টাওয়ার গত দুই বছর ধরে মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ার অপসরনের কোন উদ্যোগ নিচ্ছে না। এতে ওই জমি চাষাবাদে ব্যাহত হচ্ছে। জানাগেছে, ১৯৮৯ সালে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ মহাসড়কের পাশ দিয়ে স্টিলের টাওয়ার দিয়ে বিদ্যুৎ লাইন সংযোজন করে। ২০১৬ সালে ওই লাইনের আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশের একটি টাওয়ার অকেজো হয়ে ধসে পড়ে। গত দুই বছর ধরে ওই টাওয়ারটি মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই টাওয়ারটি অপসরনের কোন উদ্যোগ নিচ্ছে না। টাওয়ার অপসারন না করায় জমি চাষাবাদে ব্যাহত হচ্ছে। আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরাফদার বলেন, স্টিলের টাওয়ারটি খুলতে না পারায় সরানো সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন পটুয়াখালী জেনাল অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×