ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ০৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালে জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আশিষ বাড়ৈ (৪৬) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী স্নিগ্ধা বাড়ৈসহ উভয়পক্ষের কমপক্ষে ১০জন। আজ শনিবার ভোরে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিষ বাড়ৈর মৃত্যু হয়। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, জমিজমা নিয়ে আশিষের সাথে একই গ্রামের সভারঞ্জন চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলাও বিচারাধীন। তিনি আরও জানান, শুক্রবার রাতে আশিষ লোকজন নিয়ে সভারঞ্জনের বাড়ি গিয়ে দাবি করেন আদালত তার পক্ষে রায় দিয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। ওইসময় প্রতিপক্ষের এলোপাথাড়ি ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন আশিষ। এসময় তার স্ত্রীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আশিষকে উদ্ধার করে বানাড়ীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আশিষ মারা যায়। বাকি আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। একইসাথে সভারঞ্জনের পুত্রসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×