ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের সখীপুরে ইটভাটায় অবাধে পুড়ছে কাঠ

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে ইটভাটায় অবাধে পুড়ছে কাঠ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠছে ইটভাটা। ইটভাটা গুলোতে পাহাড়ি ও সামাজিক বনায়নের কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। ফসলি জমি ধবংস করে পরিবেশকে বিপর্যয়ের মুখে ফেলে এসব ইট ভাটায় জ্বালানো হচ্ছে কাঠ। উজাড় হচ্ছে পাহাড়ী বনাঞ্চলের মল্যবান গাছ। পরিবেশ বিধ্বংসী এসব কর্মকান্ড ঠেকানোর যেন কেউ নেই। পরিবেশ অধিদপ্তরের জারি করা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় কাঠ পোড়ানো হলেও দেখছেন না কেউ। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গড়ে ওঠা ইট ভাটায় অবাধে কাঠ পোড়ানোর ফলে ধ্বংস হচ্ছে বনজ সম্পদ। সেই সাথে পাহাড় কেটে ইটভাটার জায়গা বড় করছে মালিকপক্ষ। পাহাড়ী এলাকায় পাহাড়-ফসলী জমি কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেনা ইটভাটার মালিকরা। বনভূমি ধ্বংস করে প্রতিনিয়ত এই কাঠ পোড়ানোর মহোউৎসব চলছে নির্বিঘ্নে। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজীব কুমার ঘোষ বলেন, আমাদের কাছেও এইসকল ইটভাটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু আমাদেরও হাত বাঁধা। এই সকল অবৈধ ইটভাটার মালিকরা আদালতে রিট ফাইল করে ভাটার কার্যক্রম পরিচালনা করছে। আর এ সুয়োগ কাজে লাগিয়ে তারা পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বনভূমি উজাড় করে কাঠ দিয়ে ইট পুড়ানোর কাজ করছে। আমরা এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিউজ করবেন।
×