ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৬:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ভোলায়  অবৈধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রালার থেকে ৪ লাখ ৫৫ হাজার হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ শনিবার সকালে জব্দকৃত ওই কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্টগার্ড এর লে: কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোস্টগার্ড সদস্যরা দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় একটি ট্রালার বোঝাই ৪ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। অবৈধ এই জাল গুলো গোপনে বিক্রির জন্য দৌলতখানে আনা হচ্ছিলো বলে ধারনা করা হচ্ছে। জব্দকৃত এই জালের মূল্য প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা।কিন্তু অবৈধ এই কারেন্ট জালের মালিক কাউকে তারা আটক করতে পারেনি। পরে জব্দকৃত জাল ভোলার চদুর চর এলাকায় মৎস্য বিভাগের কর্মকর্তা উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
×