ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা-তারেকের অপকর্ম নিয়ে গণশুনানী করতে হবে ॥ খালিদ মাহমুদ

প্রকাশিত: ০৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

খালেদা-তারেকের অপকর্ম নিয়ে গণশুনানী করতে হবে ॥ খালিদ মাহমুদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ৩০ ডিসেম্বর দেশে শান্তিপুর্ণ নির্বাচন হলেও জনগণকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে গণশুনানী শুরু করেছে। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে গণশুনানীর আগে বিএনপি এবং খালেদা-তারেকের যেসব অপকর্ম আছে, সেই অপকর্ম নিয়ে গণশুনানী করতে হবে বাংলাদেশে। আজ শনিবার দুপুরে দিনাজপুরের বিরলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছে অগ্নিকান্ডে আহতদের দেখার জন্য। কিন্তু ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে তারা যে ১৫০ জন লোককে পুড়িয়ে হত্যা করেছিলো, তাদের কাউকে তারা দেখতে যাননি। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার আবুল কাশেম অরু, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, রমাকান্ত রায়, অরুন কান্তি রায়, গোলাম ইমতিয়াজ ইনান প্রমুখ। এর আগে বিরল মহিলা কলেজের সামনে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
×