ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শীঘ্রই চালু হচ্ছে বিরল স্থলবন্দর ॥ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৬:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরে শীঘ্রই চালু হচ্ছে বিরল স্থলবন্দর ॥ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দিনাজপুর জেলার ব্যবসা বানিজ্য প্রসারের জন্য শীঘ্রই বিরল স্থলবন্দর চালু ও জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানী-রপ্তানী হবে সেসব পণ্য যাতে দ্রুততার সাথে গন্তব্যস্থলে পৌছতে পারে সেজন্য জেলায় বেশ কয়েকটি ফোর লেন সড়ক করার প্রস্তাবনা দেয়া হয়েছে। শুধু তাই নয়, জেলায় অর্থনৈতিক অঞ্চল হলে শিল্প ও কল-কারখানা গড়ে উঠবে। এসব কল-কারখানাও ফোরলেন সড়কের সুবিধার আওতায় আসবে। আর এগুলো বাস্তবায়ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এলাকার যুবকতথা সাধারন মানুষের কর্মসংস্থান হবে। দিনাজপুরকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সকলের মতামত কামনা করে তিনি বলেন, আমি দিনাজপুরের সব উন্নয়নই বিশ্বমানের করতে চাই। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সুজা উর রব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার কাজিমউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, চেম্বরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, শাহ হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মানবেন্দ্র দাস, হারুন-উর রশিদ প্রমুখ। পরে তিনিসহ অন্যান্য অতিথিরা মেলাস্থল ঘুরে দেখেন। এর আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন।
×