ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশা জাগাচ্ছে চরাঞ্চলের কৃষি

প্রকাশিত: ১২:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আশা জাগাচ্ছে চরাঞ্চলের কৃষি

চরাঞ্চলই হতে পারে আমাদের কৃষি বা কৃষি উৎপাদনের জন্য আশীর্বাদ। এককালের খর¯্রােতা এই ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী, টাঙ্গাব, পাঁচবাগ ও দত্তের বাজার ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে। বর্তমানে এই নদের আদিরূপ অনেকটাই ক্ষীয়মাণ। এখন সামান্য জল বুকে ধারণ করে মরার মতো বেঁচে আছে। স্থানীয় কৃষক তাদের উদ্ভাাবনী শক্তি দিয়ে, জেগে উঠা চর এলাকায় চাষাবাদ করে ফসল ফলিয়ে যাচ্ছেন। শুকনো মৌসুমে এর বুকে চলে রকমারি ফসলের চাষ। ধান আবাদের পাশাপাশি চরের বিস্তীর্ণ এলাকায় চীনাবাদাম, মাষকলাই ইত্যাদির আবাদ করছেন। এছাড়া বিভিন্ন রকম শাকসবজি বিশেষ করে বেগুন, টমেটো, পেঁয়াজ, আলু, মিষ্টিকুমড়া, ক্ষিরাই আবাদ করে লাভবান হচ্ছেন। চর এলাকায় আউশ মৌসুমে রোপা আউশ ধানের আবাদ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। অস্থায়ী চর এলাকায় মূলত মাষকলাই ও বাদাম চাষাবাদ হয়ে থাকে। সমস্যা হলো কৃষক ফসলের উন্নত ও ভাল বীজ সময়তো পায় না। তাছাড়া, চরঅঞ্চলের মাটি অম্লীয় হওয়ায় অনেক সময় ফসলের স্বাভাবিক ফলন ব্যাহত হয়। যেসব চর সড়ক থেকে দূরে সেখানে উচ্চ মাত্রায় সংগ্রহোত্তর ক্ষতি (২০ থেকে ৩৫%) হয়ে থাকে। উপযুক্ত কৃষি উপকরণ এবং যন্ত্রপাতি পর্যাপ্ত না থাকায় ফসল চাষাবাদ ব্যাহত হয়। সারাদেশের মতো এখানেও বিপণনজনিত সমস্যা রয়েছে, তবে প্রধান সমস্যাগুলো যেমনÑ আলু জাতীয় ফসল সংরক্ষণের জন্য হিমাগারের অভাব, ফসল (যেমন-টমেটো, কলা) পাকাতে মাত্রাতিরিক্ত ইথিলিন জাতীয় পদার্থ (জরঢ়বহরহম ঐড়ৎসড়হব) ব্যবহার করে। সবজি জাতীয় ফসলগুলো পচনশীল হওয়ায় অল্প দামে কৃষকদের স্থানীয় বাজারে বিক্রি করতে হয়। সমস্যা থেকে উত্তরণের জন্য ফসলের উন্নত ও ভাল মানের বীজ সময়মতো কৃষকের মাঝে পৌঁছে দিতে হবে। তাছাড়া মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে বীজ উৎপাদন করে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। জৈব সারের ব্যবহার বাড়িয়ে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। মাটির অম্লতা দূর করার জন্য জমিতে কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক ডলোচুন ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট এলাকার কৃষকরা বিভিন্ন রবি ফসল উৎপাদন করে থাকে। লেখক : উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
×