ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটকীয় জয়ে শেষ আটে পোর্তো

প্রকাশিত: ০০:৪৫, ৭ মার্চ ২০১৯

নাটকীয় জয়ে শেষ আটে পোর্তো

অনলাইন ডেস্ক ॥ অ্যালেক্স টেলেসের অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে রোমাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পোর্তো। শেষ ষোলোর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারের পর বুধবার রাতে ফিরতি লেগে ঘরের মাঠে পোর্তো জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে অগ্রগামিতায় ২০১৪-১৫ মৌসুমের পর প্রথম পর্তুগিজ ক্লাব হিসেবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে পোর্তো। রোমার মাঠে ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে গিয়েছিল পোর্তো। দলকে লিড এনে দেন ফ্র্যান্সিসকো সোয়ারেস। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে রোমাকে সমতায় ফেরান অধিনায়ক ড্যানিয়েল ডি রসি।পোর্তোর এডেন মিলিতাও ডিয়েগো পেরোত্তিকে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পেয়েছিল অতিথিরা। ৫২ মিনিটে আবার এগিয়ে যায় পোর্তো। সতীর্থে কর্নার থেকে আসা বলে ডান পায়ের শটে জালে পাঠান মুসা মারেগা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ৩-৩। নির্ধারিত সময়ে স্কোরলাইনে কোনো পরিবর্তন না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ২৫ মিনিটে কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ১১৬ মিনিটে ভিএআর গড়ে দেয় পার্থক্য। বক্সের ভেতর ফার্নান্দোকে পেছন থেকে ফেলে দিয়েছিলেন রোমার আলেসান্দ্রো ফ্লোরেনজি। দুই মিনিট ধরে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সফল স্পটকিকে পোর্তোকে পরের রাউন্ডের টিকিট এনে দেন টেলেস।
×