ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাভেদ হাকিমের ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’

প্রকাশিত: ০৯:৩৮, ৮ মার্চ ২০১৯

জাভেদ হাকিমের ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’

ভ্রমণ। শব্দটা শুনলে আমাদের সকলের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। এই বুঝি ডাকছে প্রকৃতি, পাহাড়, সমুদ্র কিংবা কোন হাজার বছরের জনপদ। আমরা সকলে মনে মনে ভ্রমণপ্রেমী। কিন্তু বাস্তবে কেউ কেউ। এমনই একজন মুহাম্মদ জাভেদ হাকিম। ব্যক্তিগত জীবনের অপ্রিয় ব্যস্ততা প্রায়ই পাশ কাটিয়ে চলেন। ছুটে যান প্রকৃতির মায়ার জালে। পান করেন অরূপ রূপের সুধা। এ যাবত অনেক ঘুরেছেন, অনেক দেখেছেন। তবে একা নয় সঙ্গে দল নিয়ে। একটা নাম দিয়েছেন সেই দলের ‘দে ছুট ভ্রমণ সংঘ’ কিছুদিন আগে ঘটা করে এই সংঘের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানও করেছেন। এবার অমর একুশে বই মেলায় তার একটি ভ্রমণবিষায়ক গল্পের বই বেরিয়েছে। বইয়ের নাম ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে।’ দেশের অন্যতম প্রকাশনা সংস্থা ‘বাংলা প্রকাশ’ বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ করেছেন সময়ের আলোচিত শিল্পী ধ্রুব এষ। লেখক তার দীর্ঘ জীবনের ভ্রমণ অভিজ্ঞতা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত লেখা পাঠকদের ভালবাসা এবং আগ্রহে ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’ এই শিরোনামে বইটি লিখেছেন। বইটিতে মোট ৫১টি ভ্রমণ গল্প রয়েছে। ১৭৫ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে নিয়মিত ভ্রমণ পিপাসুসহ অভিভাবক, নবদম্পতি, পারিবারিক ও শিশুদের ভ্রমণ উপযোগী গল্প লিখনির মাধ্যমে। বইটি শুধু ভ্রমণ গল্পের স্বাদই দিবে না, পাশাপাশি মানবিক নৈতিকতার সহায়ক গল্পও রয়েছে। ছুটে যাই প্রকৃতির রাজ্যে বইটি পাঠক পড়ে একাধারে দেশের বিভিন্ন প্রান্তের চেনা অচেনা জায়গাগুলোর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, জানা-অজানা পাহাড়, ঝর্ণা ও বিচিত্র জনপদ সম্পর্কে জানতে পারবে। ঢাকার বাদামতলীর সন্তান লেখক মুহাম্মদ জাভেদ হাকিম তার বই সম্পর্কে জানায়, ভ্রমণ এমন একটি নেশা- যে নেশা একবার যারে পেয়েছে একমাত্র সেই বুঝে এর মাঝে কতটা অপার্থিব সুখ নিহিত রয়েছে। এই নেশা একেবারেই আলাদা। যদিও নেশা শব্দটা নেতিবাচক! তারপরও নেশাই বলতে হয়। তবে এটা জীবন হরণের নয় বরং আলোকিত করার নেশা। যার প্রভাব ব্যক্তি জীবন থেকে সমাজ জীবনে সুদূরপ্রসারী। লেখক জানালেন ঘুরতে গিয়ে অনেকেই অসচেতনতার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি করেন। তিনি আশা করেন ছুটে যাই প্রকৃতির রাজ্যে বইটি পড়ে পরিবেশের প্রতি মানুষ যথেষ্ট যত্নবান হবেন। যাকে বলে এককথায় অন্যরকম বার্তা। আশা করি বইটি পড়ে পাঠক নিরাশ হবে না। লেখক বইটি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও যারা তাকে লেখালিখিতে প্রেরণা জুগিয়েছে তাদের প্রতি উৎসর্গ করেছেন। ৩৫০/= টাকা মূলের বইটি অনলাইন রকমারী.কম ও বইবাজার.কম এ পাওয়া যাবে। ভ্রমণ ডেস্ক
×