ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল ডুডলে বাংলাসহ ১৪ ভাষায় নারীর প্রেরণামূলক বক্তব্য

প্রকাশিত: ০৩:২৩, ৮ মার্চ ২০১৯

গুগল ডুডলে বাংলাসহ ১৪ ভাষায় নারীর প্রেরণামূলক বক্তব্য

অনলাইন ডেস্ক ॥ আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সব দেশেই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদযাপনে সার্চ ইঞ্জিন গুগলও তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। গুগল তার ডুডলে আজ ১১টি ভাষায় ‘নারী’ শব্দটি লিখে নারীর ভূমিকাকে স্মরণ করেছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দিও রয়েছে। শুধু তাই না গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টারঅ্যাকটিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’। উক্তিগুলো বিভিন্ন ভাষায় লেখা হলেও তার পাশে ইংরেজি অর্থ রয়েছে। গুগল জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে। নারী দিবসের গুগলের এ আকর্ষণীয় ডুডলের মধ্যে বাংলা ভাষায় রয়েছে ভারতের মনিপুর রাজ্যের বক্সার ম্যারি কমের উক্তি। তা হলো- ‘তুমি মহিলা বলে তুমি দুর্বল, এটা কখনো বোলো না।’
×