ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রাজু গাড়ি গাধি টু’ তে সামান্থার পরিবর্তে তামান্না

প্রকাশিত: ০০:০৬, ৯ মার্চ ২০১৯

‘রাজু গাড়ি গাধি টু’ তে সামান্থার পরিবর্তে তামান্না

অনলাইন ডেস্ক ॥ ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘রাজু গাড়ি গাধি টু’। এতে আমরুথা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সামান্থা রুথ প্রভু। হরর ও কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছিলেন ওমকার। ২০১৭ সালের ১৩ অক্টোবর মুক্তি পায় এটি। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এতে সামান্থাকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা হচ্ছে না বরং তামান্না ভাটিয়া এতে অভিনয় করবেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যটিতে এই সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘সম্প্রতি পরিচালক ওমকার তামান্না ভাটিয়ার সঙ্গে দেখা করে ‘রাজু গাড়ি গাধি থ্রি’ সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প শুনে তামান্না খুবই আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণত তামান্না ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু সিনেমাটির জন্য তিনি ১ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক দাবি করেন। পারিশ্রমিকের কথা শুনে প্রযোজক বেশ অবাক হন। তবে শেষ পর্যন্ত পরিচালক তামান্নাকে দাবি মতো পারিশ্রমিক দিতেই সম্মতি জানিয়েছেন।’ তামান্না অভিনীত পরবর্তী সিনেমা ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’। চলতি মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার এ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া তার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘সাই রা নরসিমহা রেড্ডি’, তামিল ভাষার ‘দেবী টু’ সিনেমার কাজ। এদিকে দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল ‘মিস গ্র্যানি’ সিনেমাটি তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। এতে দাদি ও নাতনির দুই চরিত্র রূপায়ন করছেন সামান্থা। এটি পরিচালনা করছেন নন্দিতা রেড্ডি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সুরেশ বাবু ও সুনিতা। এছাড়াও ‘সুপার ডিলাক্স’, ‘মজিলি’ সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী।
×