ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকুরিচ্যুত করার প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৫৩, ১২ মার্চ ২০১৯

চাকুরিচ্যুত করার প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রামে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ‘হিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ৫ সদস্যকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চাকুরিচ্যুত আনসার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তারা বলেন, খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম উর্ধতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা ছাড়াই চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছেন। চাকুরিকাল শেষ হয়েছে মর্মে নোটিশ দিয়ে হিল আনসার সদস্যদের অ-অঙ্গীভূত করা হয়। সংবাদ সম্মেলনে হিল আনসার সদস্যরা পেনশন ও এককালীন অনুদানসহ সকল সুযোগ সুবিধা দেয়ার দাবী জানান। উল্লেখ্য যে, পার্বত্য অঞ্চলে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে ৪৮০জন এবং রাঙ্গামাটিতে আরো ১২০জনসহ মোট ৬০০ হিল আনসার সদস্যকে নিয়োগ দেয় সরকার। এই বাহিনী পার্বত্য অঞ্চলে অন্যান্য বাহিনীর সাথে সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
×