ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরপতনেও শেয়ারবাজারে লেনদেনে অগ্রগতি

প্রকাশিত: ০৬:৩২, ১২ মার্চ ২০১৯

দরপতনেও শেয়ারবাজারে লেনদেনে অগ্রগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। এই কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনটিতে খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ২০০ শতাংশ বোনাস ও ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার দিনে সার্বিক লেনদেনও ইতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে ওষুধ এবং রসায় খাতের রেকিট বেনকিসার ও ডাচ বাংলা ব্যাংকের বিক্রেতাশূণ্য অবস্থায় লেনদেনের কারণে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার। যা গত গত কার্যদিবস থেকে ১১৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকা। ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭ শতাংশ বা ৬০টির, কমেছে ৭৬ শতাংশ বা ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ বা ২৪টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩৫ টাকা ৩০ পয়সা কমেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৬৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৫১৬ হাজার বারে ১১ লাখ ৫ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঝিল বাংলা সুগার মিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ বারে ৪০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা।আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫২ বারে ১ লাখ ৪৮ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ ৬৯ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে - মুন্নু জুট স্ট্যাফলার্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ফেডারেল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডায়িং ও কনফিডেন্স সিমেন্ট কোম্পানি।
×