ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারি কোটায় এখনো হজের সুযোগ

প্রকাশিত: ০৯:১৪, ১২ মার্চ ২০১৯

সরকারি কোটায় এখনো হজের সুযোগ

অনলাইন রিপোর্টার ॥ ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি থাকায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। ধর্ম মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। তাই এর আগে আহ্বান করা ২২,৭৬৪ এই ক্রমিক নম্বরের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে আগ্রহী ব্যক্তিদের হজ অফিসের পরিচালক বরাবর লিখিত আবেদন করতে হবে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার জন্য নিবন্ধনে ইচ্ছুক ব্যক্তিকে আগামী ২০ মার্চের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে। এছাড়া হজ কার্যক্রমে অংশগ্রহনকারী হজ এজেন্সীগুলোকে আগামী ২০ মার্চের আগেই নিজ নিজ এজেন্সীর হজযাত্রীদের পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রনালয়।
×