ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাল ঢাকায় বসছে যুক্তরাষ্ট্র পণ্য মেলা

প্রকাশিত: ০২:১৮, ১৩ মার্চ ২০১৯

কাল ঢাকায় বসছে যুক্তরাষ্ট্র পণ্য মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যুক্তরাষ্ট্রের পণ্যের মেলা শুরু হচ্ছে। তিন দিনের এ মেলায় দেশটির ৪৬টি প্রতিষ্ঠানের ৭৪টি স্টল থাকবে। যৌথভাবে এ মেলার আয়োজন করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস। মেলায় দেশটির বিভিন্ন উন্নত পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রিও হবে। বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেসব কোম্পানি অংশ নেবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বোয়িং কমার্শিয়াল অ্যারোপ্লেন, বেল হেলিকপ্টার, মেটলাইফ, আইফোন কোম্পানি অ্যাপল, ব্রাউন ইউনিভার্সিটি, বার্গার কিং, শেভরন কর্পোরেশন, কারগিল ইনকর্পোরেট, মাইক্রোসফট, জসলিন ডায়াবেটিস সেন্টার, মিলানী কসমেটিকস, ইউএস ফুড মার্ট। মেলায় যুক্তরাষ্ট্রে শিক্ষা ও বিজনেস ভিসা নিয়ে দুটি সেমিনার হবে। এ মেলা শেষ হবে শনিবার। মেলায় প্রবেশ ফি ৩০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ড্রেস পরে এবং তাদের আইডি কার্ড নিয়ে এলে কোনো ফি লাগবে না।
×