ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আবাসন মেলা

প্রকাশিত: ০২:৪৯, ১৩ মার্চ ২০১৯

কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আবাসন মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম নগরীতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার ২০১৯। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এই মেলা চলবে। জানা যায়, ১৪ থেকে ১৭ মার্চ পাঁচ পর্যন্ত মেলা চলবে। মেলায় ৭৬টি স্টল থাকছে। এর মধ্যে ৫৬টি আবাসন প্রতিষ্ঠান। এছাড়া ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান অংশ নেবে। বৃহস্পতিবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। মেলায় ৫শ’ কোটি টাকার বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেলায় দুই হাজার প্লট ও পাঁচ হাজার ফ্ল্যাট বিক্রির লক্ষ্য ধরা হয়েছে বলে জানান রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। তিনি আরও জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের সিঙ্গেল টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং মাল্টিপল টিকেট ১০০ টাকা। এছাড়া মেলা উপলক্ষে বুধবার সকালে সাইকেল র্যা লি, শুক্রবার শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১৭ মার্চ মেলা প্রাঙ্গণে জাতীয় শিশু দিবস উদযাপন করা হবে।
×