ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসাধু ব্যবসায়ীদের শাস্তি দেয়া হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৮, ১৩ মার্চ ২০১৯

অসাধু ব্যবসায়ীদের শাস্তি দেয়া হবে : অর্থমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ অসাধু ব্যবসায়ীদের সাথে যারা জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বুধবার সকালে, রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন অডিটরিয়ামে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, চলতি বছর অর্থনীতির প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জিত হলে ৮ দশমিক ১৫ থেকে ৮ দশমিক ২৫ পর্যন্ত জিডিপি অর্জিত হতে পারে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ জিডিপি হবে বলে জানান তিনি। এসময় বাংলাদেশ ব্যাংকের গবর্ণর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম ও অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।
×