ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ ওয়ানডে জিততে ভারতের প্রয়োজন ২৭৩ রান

প্রকাশিত: ০৬:০৯, ১৩ মার্চ ২০১৯

শেষ ওয়ানডে জিততে ভারতের প্রয়োজন ২৭৩ রান

অনলাইন ডেস্ক ॥ বড় রানের ইমারত গড়তেই পারত অস্ট্রেলিয়া। কিন্তু, ভারতীয় বোলারদের দাপটে ৫০ ওভারে অজিরা তুলল ৯ উইকেটে ২৭২ রান। সিরিজের শেষ ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা মোহালির হারের প্রায়ঃশ্চিত্ত করলেন বলা যায়। চতুর্থ ওয়ানডে ম্যাচে অজিদের উপরে ৩৫৮ রানের বোঝা চাপিয়েছিল ভারত। তবুও ম্যাচ বের করতে পারেনি টিম ইন্ডিয়া। আজ বুধবার ভারতীয় বোলাররাই অস্ট্রেলিয়াকে ভয়ঙ্কর হতে দিল না। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। স্বপ্নের ফর্মে ওপেনার উসমান খাজা । মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠ রাঁচীতে শতরান হাঁকিয়েছিলেন তিনি। মোহালিতে খেলেছিলেন ঝকঝকে ৯১ রানের ইনিংস। সিরিজের শেষ ম্যাচেও খাজার ব্যাট কথা বলল। বুধবার ফিরোজ শাহ কোটলায় ১০০ করে থামলেন খাজা। ওপেনিং জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে জুটিতে ৭৬ রান জোড়েন খাজা্ । ফিঞ্চ ফিরে যাওয়ার পরে পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ইনিংস গড়ার কাজ শুরু করেন খাজা। মোহালিতে হ্যান্ডসকম্ব সেঞ্চুরি করেছিলেন। এদিনও হ্যান্ডসকম্ব খোয়াজার সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন। দলের রান যখন ১৭৫ তখন ফিরে যান খাজা। কুলদীপ যাদবের বলে ঠকে যান তিনি। ম্যাক্সওয়েল সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।হ্যান্ডসকম্বকে (৫২) ফেরান শামি। মোহালিতে অ্যাশটন টার্নারের মারমুখী ব্যাটিংয়ে ম্যাচ নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন টার্নার (২০) ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কুলদীপের বলে ফিরতে হয়। তার পরেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল। খাজা-হ্যান্ডসকম্ব জুটির পরে আর বড় রানের পার্টনারশিপ তৈরি না হওয়ায় বড় রানের স্বপ্নও শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার। ভুবনেশ্বর কুমার নেন তিনটি উইকেট। রবীন্দ্র জাদেজা ২টি, শামিও ২টি উইকেট নেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×