ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান দিবসের প্রধান অতিথি হচ্ছেন মাহাথির

প্রকাশিত: ০০:০৭, ১৪ মার্চ ২০১৯

পাকিস্তান দিবসের প্রধান অতিথি হচ্ছেন মাহাথির

অনলাইন ডেস্ক ॥ এবার পাকিস্তান দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।সম্প্রতি পাক সেনাবাহিনীর প্রধান মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব পাশ হয়। তবে এটি লাহোর প্রস্তাব নামেই বেশি পরিচিত। প্রতি বছরই এই দিনটি উদযাপন করে পাকিস্তান। মাহাথির ছাড়াও আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী, বাহরাইনের সেনা প্রধান এবং চীন, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং তুরস্কের বিশেষ বাহিনীও এতে উপস্থিত থাকবেন। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসন্স-এর (আইএসপিআর) মহাপরিচালক আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, তুরস্ক এবং চীন তাদের যুদ্ধবিমানের সক্ষমতা প্রদর্শন করবে। এবারের কুচকাওয়াজের স্লোগান হবে 'পাকিস্তান জিন্দাবাদ'। এর আগে গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ নাফিস জাকারিয়া পাকিস্তান দিবসে যোগ দিতে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় ওই আমন্ত্রণ গ্রহণ করেছিল। ২০১৮ সালে পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা।
×