ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ মার্চ ২০১৯

   সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে শহরে পিটিআই ভবনের সামনে জেলার প্রাথমিক সহকারি শিক্ষকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রথামিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রনব দাশ মিটু, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, রোমানা আক্তারসহ শিক্ষক নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান সরকারে নির্বাচনী ইসতেহার অনুযায়ী প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। এছাড়া সহকারি শিক্ষকদের বেতন বৈষ্ম কমাতে হবে অবিলম্বে এসব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
×