ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ১২:২০, ১৫ মার্চ ২০১৯

কবিতা

এন্ড মার্চের বারান্দায় নারী দিবস মাসুদ পথিক তথাপি মার্চের বারান্দায় বসে আছেন একছত্র নারী দিবস পাশেই ‘পৃথিবীর ইতিহাস’ গ্রন্থটি রাখা এবং খোলা তার মাতৃতান্ত্রিক সমাজের অধ্যায় এই গ্রন্থ যারা যারা করেছেন পাঠ তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না সমতার শপথে তারাও নাকি ডুবে গেছে বহুগামী গুহার যৌনচেতনায় বারান্দার হেলান চেয়ারে বসে চা খাচ্ছেন দিবসেরা মার্চের তীর্যক রোদ এসে পড়ছে তাদের কোমল গায় আর চায়ের ধোঁয়া উঠছে সেমিনারে গিয়ে একজোড়া বনচড়ুই মাথার উপর ব্যালকনিতে সঙ্গম শেষে একে-অপরের পালক ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ঝরাপালকের মতো রোদ এসে গ্রন্থটির বুকে নাচে নারী মুক্তি বিষয়ক স্লোগানের আনাচে কানাচে পুষি বেড়ালের মতো বহু বহু সেমিনারের পরও জানা যায় আজকের দৈনিকের হেডলাইন, ‘মানবপুরে পরকীয়ার বলি দুজন নারী ও পুরুষ... এন্ড সফল নারী দিবস’ মাসুদ পথিক ** যদি জানতে চাও কেমন আছি আবু সালেহ মো. ইউসুফ যদি জানতে চাও কেমন আছিÑ তবে আগুনের আঁচে রাখো হাত পিশাচী কাঁটায় রাখো পা অমৃত ভেবে একবার পান করো গরল। যদি জানতে চাও কেমন আছিÑ শুনে নিও পদপিষ্ট ঝরা মহুয়ার মোচড়ানো নাদ দেখে নিও জলহীন পাড়ভাঙ্গা নদীর নিদারুণ মুখ শিকারির হাত থেকে পলায়নপর আহত গুলিবিদ্ধ পাখির দিকে তাকাও। যদি জানতে চাও কেমন আছিÑ দেখে নিও বন্যায় ফসল হারানো বিধ্বস্ত কৃষকের নীল কষ্ট দুখানি সস্তা কাঁকন না পাওয়ার বেদনায় গ্রামীণ বধূর অভিমানী মুখ দেখে নিও বস্ত্রহীন মানুষের উদোম শরীর স্পর্শ করো ক্ষুধার্ত ভিখিরির জংধরা শূন্য থালা। যদি জানতে চাও কেমন আছিÑ তবে দেখে নিও প্যালেস্টাইনিদের বিক্ষত বুক উপোস কম্বোডিয়ার দিকে তাকাও দেখে নাও সোমালিয়ার দুর্ভিক্ষ। ** এর চেয়ে বড় কোন কষ্ট নেই এসএম সেবুল মনে করো সমুদ্রে আমার জাহাজ ডুবে গেছে বার বার হন্তারকের ছুরিকার নিচে কেমন লাগে সে আমার দেখা সাজানো বাগান তছনছ হলে কতটা কষ্ট লাগে তাও জানি সবকিছু মেনে নিতে পারি তোমার অন্তর্ধান পারি না তুমি না থাকার কারণে হল্লা করে নেমেছে বিষাদ। আজও আমি দুর্মর তোমারই ধ্যানে মগ্ন বিভোর দুর্বিনীত সময়ের উপেক্ষা আমি কার কাছে রাখি? মনে করো দিন গেছে দিনেরই নিয়মে এলোমেলো ছত্রখান কেউ দেখেনি সন্তর্পণে লুকিয়ে রাখা নিরেট দহন নিরানন্দ জীবনে তুমি ছাড়া আর কোন প্রবৃত্তি নেই। মনে করো আমি একদম নিঃস্ব হয়ে গেছি নির্দ্বিধায় মেনে নিতে পারি ভিখিরি জীবন যদি বাস্তব হয় আমার জীবনে তোমার উপস্থিতি ঈশ্বর সহিষ্ণু হলে আমার আর কোন কষ্ট থাকে না। কন্টকাকীর্ণ পথে তুমিহীন আমি আজ একা এর চেয়ে বড় কোন কষ্ট নেই পারু এর চেয়ে বড় কোন দুঃখ আমি পুষি না হৃদয়ে তুমি ছাড়া বেঁচে থাকা অর্থহীন অসার ইচ্ছা বিরুদ্ধ নির্মম বেঁচে থাকা আমার নিয়তি।
×