ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জাতিসংঘে ভাষণের দিন বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণা

প্রকাশিত: ১২:৫৯, ১৫ মার্চ ২০১৯

বঙ্গবন্ধুর জাতিসংঘে ভাষণের দিন বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণা

বিডিনিউজ ॥ জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেয়ার দিনটিকে নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণা করেছে। স্টেট পার্লামেন্টে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার স্টেট সেক্রেটারি এ ঘোষণা সংবলিত প্রস্তাবের কপি স্টেট গবর্নর অ্যান্ড্রু ক্যুমো এবং মুক্তধারা ফাউন্ডেশনের কাছে পাঠান। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন শিশু-কিশোর মেলায় ওই ঘোষণাপত্র প্রদর্শন করা হবে বলে মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানিয়েছেন। ২০১৬ সালের ১২ ডিসেম্বর এ সিনেটরের কাছে ১৭ মার্চকে বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণার জন্যে বিশ্বজিত সাহা আবেদন করেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে সিনেটে এ আবেদনের পরিপ্রেক্ষিতে রেজ্যুলেশন উত্থাপিত হলেও রিপাবলিকান সিনেটরদের বিরোধিতায় বাদ পড়ে যায়। এরপর ২০১৭ সালের ২০ জানুয়ারিতে বিশ্বজিত সাহা সিনেটর হোজে প্যারাল্টার সঙ্গে দেখা করে বিষয়টি জানান। রেজ্যুলেশনে লেখা রয়েছে, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। তাই এ দিনটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশী অভিবাসীদের জন্য। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন গত ৩ বছর ধরে নিউইয়র্কে শিশু-কিশোর মেলা করে আসছে।
×