ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিজিৎ হত্যাকাণ্ডের চার্জশীট প্রদান

প্রকাশিত: ১৩:২২, ১৫ মার্চ ২০১৯

অভিজিৎ হত্যাকাণ্ডের চার্জশীট প্রদান

বিডিনিউজ ॥ দীর্ঘ চার বছর তদন্তের পর লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। এতে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) নেতা জিয়ার নির্দেশেই অভিজিতের ওপর হামলা হয়। তার নির্দেশে একুশে বইমেলাতেই হত্যাকা-টি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনের এ মামলার অভিযোগপত্র বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম। ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারি ‘দেখিলাম’ বলে আভিযোগপত্রে সই করে আগামী ২৫ মার্চ শুনানির দিন ঠিক করে দিয়েছেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গী কায়দায় হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী। পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাত ঘুরে মামলাটির তদন্তভার কাউন্টার টেররিজম ইউনিটের হাতে যায়।
×