ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বিলম্বিত করার পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা

প্রকাশিত: ১৩:৪২, ১৫ মার্চ ২০১৯

ব্রেক্সিট বিলম্বিত করার পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সময় সীমা বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপিরা। বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৪১২-২০২ ভোটে এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, এ বিষয়ে তার চুক্তিটি অনুমোদন করা না হলে তিনি ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করতে রাজি আছেন। বিবিসি। আগেই বলা হয়েছিল ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাজ্য। হাতে মাত্র ১৫ দিন সময় থাকতে সময়সীমা বাড়ানোর পক্ষে রায় দিলেন আইনপ্রণেতারা। বিষয়টি ব্রেক্সসটেনশন নামে পরিচিতি পাচ্ছে। এদিকে ইউরোপিয়ান কমিশনের একজনের মুখপাত্র বলেছেন, আর্টিকেল ৫০ অনুযায়ী ইইউ ছাড়ার পূর্ব নির্ধারিত সময়সীমা যদি যুক্তরাজ্য বদলাতে চায় তবে এক্ষেত্রে জোটের সব দেশের সমর্থন প্রয়োজন হবে। এর আগে চলতি সপ্তাহেই মে’র প্রত্যাহার চুক্তিটি ৩৩৪-৮৫ ভোটে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি এ বিষয়ে কিছুটা কোণঠাসা অবস্থায় পড়েছেন।
×