ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রলির নিচে চাপা পড়ে মৃত্যু ১

প্রকাশিত: ০৪:২৮, ১৫ মার্চ ২০১৯

নাটোরে ট্রলির নিচে চাপা পড়ে মৃত্যু ১

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে ইট ভাটার ট্রলির নীচে চাপা পড়ে এমতাজুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর উপজেলার হালসা মাটিকোপা এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক্টর চালিত তিনটি ট্রলি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, মাটি কোপা গ্রামের নন্দকুজা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যেতে থাকে ইট ভাটার মালিকরা। এ বিষয়ে প্রতিবাদ করলেও ইটভাটার মালিকরা শুনেননি। এ অবস্থায় শুক্রবার সকালে ট্রলিতে করে মাটি কেটে নিয়ে আসার পথে একই গ্রামের এমতাজুল ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তিনটি ট্রলি ও ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×