ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:৫১, ১৫ মার্চ ২০১৯

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বিনাষন চাকমা ওরফে তারাবন(৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে। আজ শুক্রবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ির ইউনিয়নের নাপিতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিনাষন রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার কেরেতছড়ি নামক গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পানছড়ির সদরের কুড়াদিয়া ছড়া এলাকায় বসবাস করতেন বলে। জানা যায় । সকালে সাংগঠনিক কাজে ঘর থেকে বের হওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেন, ‘আগ থেকে জেএসএসের সন্ত্রাসীরা ওখানে অবস্থান নিয়েছিল। বিনাষন চাকমা ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। নিহত বিনাষন ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছে বলেও জানান তিনি। তবে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এমএন লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত ত্রিপুরা। পানছড়ি থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার বলেছেন, ঘটনাস্থল বেশ দূর্গম। ফোর্স নিয়ে রওনা হয়েছি। মরদেহ উদ্ধারে বেশ সময় লাগতে পারে ।
×