ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসু স্মৃতিপদক পেলেন সাইফুল আলম

প্রকাশিত: ০৯:৩০, ১৬ মার্চ ২০১৯

 হাসু স্মৃতিপদক  পেলেন  সাইফুল আলম

স্টাফ রিপোর্টার ॥ ‘ও সখিনা গেছস কি না ভুইলা আমারে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকবি আলতাফ আলী হাসু। তার নামাঙ্কিত স্মৃতিপদক প্রদান উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। মুক্তিযোদ্ধা, লেখক ও আইনজীবী আলতাফ আলী হাসু ছিলেন ঋষিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সংগঠনটি প্রতিবছর তার স্মরণে একজন বিশিষ্ট ব্যক্তিকে ‘আলতাফ আলী হাসু স্মৃতি পদক’ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ ও আলতাফ আলী হাসুর স্ত্রী মিনার বেগম।
×