ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা জোরদারে চট্টগ্রামের সদরঘাট এলাকায় বসছে ৩০ সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৯:৫৩, ১৬ মার্চ ২০১৯

  নিরাপত্তা জোরদারে চট্টগ্রামের  সদরঘাট এলাকায় বসছে  ৩০ সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার রশিদ চৌধুরী বিল্ডিং মোড় থেকে সিটি কলেজ মোড় পর্যন্ত ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনের তত্ত্বাবধানে এসব ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। সদরঘাট থানার রশিদ চৌধুরী বিল্ডিং মোড় থেকে সিটি কলেজ মোড় পর্যন্ত মোট নয়টি পয়েন্টে এসব ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। নয় পয়েন্টের মধ্যে রশিদ চৌধুরী বিল্ডিং মোড়ে চারটি, জুটবেলী ঘাট ও এসআরবি রোডে তিনটি, আনুমাঝির ঘাটে তিনটি, মাঝিরঘাট মোড়ে তিনটি, কর্ণফুলী শিপ বিল্ডার্স মোড়ে তিনটি, সদরঘাট মোড়ে চারটি, ইসলামিয়া কলেজ মোড়ে চারটি, কালীবাড়ি মোড়ে তিনটি ও সিটি কলেজ মোড়ে তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেজাম উদ্দিন বলেন, ‘সদরঘাট থানার রশিদ চৌধুরী বিল্ডিং মোড় থেকে সিটি কলেজ মোড় পর্যন্ত ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘সদরঘাট এলাকায় অপরাধ আগের চেয়ে কমে গেছে। তবুও সতর্ক থাকার জন্য আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করছি। ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে। তাছাড়া এই সড়কে পরিবহনের বিশৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে এসব ক্যামেরা।’
×