ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টির এলিট ক্লাবে পোলার্ড

প্রকাশিত: ০১:০৭, ১৭ মার্চ ২০১৯

টি-টোয়েন্টির এলিট ক্লাবে পোলার্ড

অনলাইন ডেস্ক ॥ টি-টোয়েন্টিতে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কিরেন পোলার্ড। ক্রিকেট বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই স্বাদ নিলেন। তার আগে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডান ম্যাককালাম টি-টোয়েন্টি ৯ হাজারের বেশি রান করতে পেরেছেন। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে তিনি ৯ হাজারি এলিট ক্লাবে প্রবেশ করেন। ৪৫৮ টি-টোয়েন্টি ম্যাচে পোলার্ডের মোট রান ৯০৩০। স্ট্রাইক রেট ১৫০.৪৭। তিনি মোট ৫৮৫টি বাউন্ডারি (ছক্কা ও চার) হাঁকিয়েছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি ৪৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তারা।
×