ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুগল ডুডলে জাতীয় শিশু দিবস

প্রকাশিত: ০৩:৩১, ১৭ মার্চ ২০১৯

গুগল ডুডলে জাতীয় শিশু দিবস

অনলাইন ডেস্ক ॥ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে সার্চ জায়ান্ট গুগলের ওয়েবসাইটে শোভা পাচ্ছে একটি নতুন ডুডল। অ্যানিমেটেড ডুডলটিতে দেখা যাচ্ছে- একটি সবুজে ঘেরা পরিবেশের মধ্যে শিশুরা খেলছে, আবার কেউ বই পড়ছে। কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুবার্ষিকী স্মরণ করতে নিজেদের হোম পেজে লোগো পরিবর্তন করে গুগল, যাকে গুগল ডুডল বলা হয়। বাঙালিকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানাতেও বরাবরের মতো শৈল্পিক ডুডল করেছে প্রতিষ্ঠানটি। মূলত বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করা হলে এ ডুডল দেখা যাবে। এদিকে, ১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ দিনটিকে বাংলাদেশের জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। মূলত শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিশ্বব্যাপী শিশু দিবসটি পালন করা হয়ে থাকে। তবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দিন এ দিবসটি পালন করা হয়।
×